19 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতকানিয়ায় বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতকানিয়ায় বিজিবি'র প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

বিএনএ, সাতকানিয়া ( চট্টগ্রাম ): বিজিবির প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে সাতকানিয়ার বায়তুল ইজ্জতস্থ বর্ডারগার্ড বাংলাদেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্টান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে রউফ হলে মঙ্গলবার(২০ ডিসেম্বর)  প্রীতি ভোজ এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্ণেল মো মারুফুল আবেদীন।
বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্ণেল মো মারুফুল আবেদীন।

তিনি বলেন, বিজিবির যে সব সদস্যরা তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা এনেছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।  তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ভোজসভায় পদস্থ সামরিক আধা সামরিক কর্মকর্তা, বিজিটিসিএন্ডসি’র অফিসারবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ সৈয়দ মাহফুজ-উননবী খোকন, ওজি

Loading


শিরোনাম বিএনএ