25 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে মালবাহী কন্টেইনারের চাপায় নিহত ১

গাজীপুরে মালবাহী কন্টেইনারের চাপায় নিহত ১


বিএনএ, গাজীপুর: ঢাকা বাইপাস সড়কে পূবাইলের আমতলি এলাকায় মালবাহী কন্টেইনার (লরির) চাপা পড়ে মোঃ নাম ইয়ামিন (২২) নামে এক চালকের সহকারী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন ভোলা সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্য বোঝাই কন্টেইনার ওই লরি ঢাকা বাইপাস সড়ক হয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পথে কাঞ্চন-ভোগড়া সড়কের পূবাই আমতলি এলাকায় পৌঁছালে ইয়ামিন লরি থেকে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই লরির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিএনএ/ এম. এস. রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ