15 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রোনালদোর গোলে জুভেন্তাসের বড় জয়

রোনালদোর গোলে জুভেন্তাসের বড় জয়

রোনালদো

খেলাধুলা ডেস্ক: চলতি মৌসুমে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে সেরি আয় জয়ে ফিরল জুভেন্তাস। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন দুই গোল। ম্যাচে জেতার আগে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা।

গত রাতে ১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া জুভেন্তাস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৩ ম্যাচে পঞ্চম হার দেখা পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে। এ মৌসুমে নিজেদের অবস্থান জানান দিয়েছে তারা।

এদিন ২৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্তাস। বা দিক থেকে মোরাতার নিখুঁত আড়াআড়ি ক্রস খুঁজে পায় অপর প্রান্তে থাকা কুলুসেভস্কিকে। প্রথম ছোঁয়ায় বা পায়ের শটে জাল খুঁজে নেন সুইডিশ মিডফিল্ডার।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেয় জুভেন্তাস। আবার লক্ষ্যভেদ করেন রোনালদো। চলত লিগে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ