23 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা কলেজ- সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

ঢাকা কলেজ- সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪


বিএনএ, ডেস্ক : রাজধানীতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে দুই দুই পক্ষেরই অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোহাম্মদ তুষার (১৯) ও অনিম (২২)।

আহত নূর হোসেন জানান, দুই কলেজের ছাত্রদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে  শিক্ষার্থীরা বুধবার দুপুরে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ছাত্রদেরকে ধাওয়া করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সংঘর্ষের কারণে  সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এলাকার যানজট ও থমথমে বিরাজ করছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ