জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি (১৯) নামে প্রথম বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
নিহত রাচির বাড়ি শেরপুরে হলেও তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
ঘটনার বিবরণ
জানা গেছে, মঙ্গলবার রাত ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে হেঁটে যাওয়ার সময় পাশ থেকে একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সাভারের বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ বলেন, “মুখে গুরুতর আঘাত নিয়ে শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তিনি আগেই মারা গেছেন।”
অভিযুক্ত রিকশাচালক পলাতক
ঘটনার পর অভিযুক্ত রিকশাচালক পলাতক রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
বিএনএনিউজ২৪, এসজিএন