25 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার সুযোগ রয়েছে: আইনমন্ত্রী

খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার সুযোগ রয়েছে: আইনমন্ত্রী

খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার সুযোগ রয়েছে: আইনমন্ত্রী

বিএনএ ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার সুযোগ রয়েছে। এতে সরকার কোনো বাধা দেবে না।শনিবার(২০ নভেম্বর) রাজধানীতে নিজের বাসা থেকে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হয়েছে। ভুলে গেলে চলবে না দেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, যদি তারা মনে করে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে হবে, তারা পারবে। যত বড় ডাক্তার তারা আনতে চায়, আনতে পারে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ