বিএনএ, চট্টগ্রাম: ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতের নেতাকর্মীরা।
সমাবেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ইসরায়েল ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে। ইসলায়েলি হায়েনারা হাসপাতালে বোমা ফেলে কয়েকশত ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশুকে হত্যা করেছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থসম্পাদক আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমী, আলী ওসমান, মাওলানা লোকমান হাকিম, অ্যাডভোকেট নিজাম, যুগ্মমহাসচিব মাওলানা মীর ইদরীস, এনামুল হক মাদানীসহ নেতারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মোমিন রোড, জামাল খান রোড হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিএনএ নিউজ/ওজি