বিএনএ, সাতক্ষীরা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ থেকে পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চারদিন ছুটি থাকায় এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আজ থেকে টানা পাঁচদিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে।
ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের শুক্রবার (২০ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: পূজায় ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর
এদিকে, ভোমরা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মাজরিহা জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বিএনএনিউজ/বিএম