22 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীতে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাবলেট বাসা থেকে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজর আলী জানান, টিলাবাড়ি এলাকায় টেন্ডলের সাত তলা বাড়ির ৩য় তলায় সাবলেট থাকতেন জিন্নাহ। তার পরিবার গ্রামে থাকে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় ডিউটি শেষে থানায় একটি প্রীতিভোজ অনুষ্ঠানে খাবার খান তিনি। এরপর রাত সাড়ে ৯টার দিকে সাবলেট বাসায় ফিরেন।

তিনি আরও জানান, আজ বুধবার দুপুরে তার রুমের দরজা না খোলায় পাশের রুমের ভাড়াটিয়া আরেক পুলিশ কর্মকর্তা তাকে ডাকাডাকি করেন। তাতেও কোনো সাড়া না পেয়ে পরে থানায় খবর দেন। এরপর ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে ভিতরে দেখা যায়, বিছানায় অচেতন হয়ে পড়ে আছেন জিন্নাহ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা বিকেল ৫টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্টোক করে মৃত্যু হয়েছে তার । ৮-৯ মাস ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন জিন্নাহ। তার বাড়ি ঝিনাইদাহ শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামে। বাবার নাম ফজলুর রহমান। ১৯৯১ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন তিনি। এরপর পদোন্নতি পেয়ে হন উপপরিদশর্ক।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ