18 C
আবহাওয়া
৩:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » লেগুনার পেছনে  ট্রাকের ধাক্কা, নিহত দুই গার্মেন্টসকর্মী

লেগুনার পেছনে  ট্রাকের ধাক্কা, নিহত দুই গার্মেন্টসকর্মী

লেগুনার পেছনে  ট্রাকের ধাক্কা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে ইউটার্ন নেয়ার সময় লেগুনার পেছনে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ভালুকা উপজেলার রান্দিয়া এলাকার নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা আক্তার। নিহত দুজনই গাছমেন্টস কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।

তিনি বলেন, সকালের দিকে একটি লেগুনা গাড়ি বগারবাজার এলাকায় ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ৫ জন। পরে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে একজন মারা যায়। অপরজন একজন চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে মারা যায়।

তিনি আরও বলেন, ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। লেগুনা জব্দ করা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান. ওজি

Loading


শিরোনাম বিএনএ