30 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২০, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকার যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে ৪ জন দগ্ধ

ঢাকার যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে ৪ জন দগ্ধ


বিএনএ, ঢাকা: ঢাকার যাত্রাবাড়ীর একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।

স্বজনরা জানায়, বাসায় পরিবারটির চার সদস্যই থাকেন। শুক্রবার রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন তখন এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। আশপাশের ভাড়াটিয়ারা এসে আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের ৪ জনের অবস্থাই গুরুতর ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ