বিএনএ, স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। বেলা ২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। মূলত বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবেই সিরিজের আয়োজন করা হয়েছে। যদিও উভয় দলেই নেই একাধিক তারকা ক্রিকেটার।
মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে খেলা। এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) একই স্থানে উন্মোচন হয় সিরিজের ট্রফি। এবারের সিরিজের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংক।
সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। দু’জনেই অবশ্য ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্রামে নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। বিপরীতে কেন উইলিয়ামসনের চোটে এই সিরিজে অধিনায়কত্ব করছেন লকি ফারগুসন।
আরও পড়ুন:
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড স্কোয়াড: লকি ফারগুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
বিএনএনিউজ/বিএম/এইচ এ মুন্নী