বিএনএ,ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে সোমবার (২০ সেপ্টেম্বর) সব ধরনের সূচক উত্থান ধারায় ফিরেছে। তবে আগের দিনের ধারাবাহিকতায় আজও লেনদেন কমেছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৬ লাখ টাকা।
বিএনএ নিউজ২৪.কম/ শহীদুল/এইচ.এম।