বিএনএ, ঢাকা: নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েশতাধিক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) দুপুরে জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে তারা ঢুকে পড়েন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাদের নিবৃত করতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেয়া হোক। অন্যতায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
কয়েকজন পরীক্ষার্থী জানান, দীর্ঘদিন পার হয়ে গেলো আমরা মাত্র ৭টি পরীক্ষা দিতে পেরেছি। নতুন করে রুটিন প্রকাশ করলে পরীক্ষা শেষ করতে আরও অনেক সময় লেগে যাবে। তখন ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় পাওয়া যাবে না।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ
এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে বুধবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলন করবেন, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সূচি অনুযায়ী ছরতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার এখনও ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বিএনএ, এসজিএন