24 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মঙ্গলবার থেকে ডিসি প্রত্যাহার শুরু

মঙ্গলবার থেকে ডিসি প্রত্যাহার শুরু

জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা:  মঙ্গলবার-বুধবারের মধ্যে দেশের সব জেলার জেলা প্রশাসক(ডিসি) প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। সোমবার(১৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে জরুরি বৈঠকে বেশ কয়েকজন সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সিদ্ধান্ত হয় উল্লেখিত তিনটি ব্যাচের ডিসি পদে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মধ্যে মেধা, দক্ষতা ও সততাকে বিবেচনায় নিয়ে নতুন করে ডিসি পোস্টিং দেওয়া হবে।

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের নীতিমালা ও বিদ্যমান ডিসি ফিটলিস্ট বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন ক্যাডারের ২৪, ২৫ ও ২৭ ব্যাচের উপসচিব পদমর্যাদার সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।

তাদের দাবি নিয়ে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ সচিব বৈঠক করেন।বৈঠকে মঙ্গলবার থেকে ডিসি প্রত্যাহার শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ