16 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেলো কিশোরের


বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে মো. ফয়সাল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে বন্য হাতি দেখতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায়। লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, হাতির আক্রমণে নিহত মো. ফয়সাল উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে। হাতি গুলো দীর্ঘদিন যাবত একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসত বাড়িসহ ক্ষেতের ফসলের ক্ষতি ও ভাংচুর করে। আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নেয়। যার ফলে সাধারণ লোকজন দেখতে আসে আর হাতি দেখতে এসে অনেকে আক্রমণের শিকার হয়।

বিএনএ/ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ