24 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

ফেনীতে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু


বিএনএ,ফেনী :ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে ছেলে বোরহান উদ্দিনের (৩৮) ধাক্কায় রুহুল আমীন (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সে অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা।

শনিবার (২০ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ বোরহান উদ্দিনকে আটক করেছে।

পুলিশের তথ্য মতে, শনিবার রাত ১০টার দিকে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজি পাড়ায় রুহুল আমীনের সঙ্গে তার ছেলে বোরহান উদ্দিনের বাগবিতণ্ডা  হয়। এক পর্যায়ে রুহুল আমিন তার ছেলেকে দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। বোরহান দায়ের কোপ থেকে বাঁচার জন্য বাবাকে ধাক্কা দেন। এতে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুহুল আমীনের মস্তিষ্ক বিকৃত মানসিক রোগী ।দীর্ঘ সময় ধরে তিনি  চিকিৎসা নিচ্ছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ঘটনার পর ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃদ্ধ রুহুল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।আইনগত প্রক্রিয়া চলছে।

বিএনএ/এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ