16 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন- এমপি কমল

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন- এমপি কমল

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন- এমপি কমল

বিএনএ কক্সবাজার, রেজাউল করিম : রামু-ঈদগাঁও-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ইন্ধনে কতিপয় বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তিনি গতরাতে (১৯ আগস্ট) ঈদগাঁওতে যুবলীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ঈদগাঁও, পোকখালি, জালালাবাদ, ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়ন যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচিতে ছিল খতমে কোরআন ও আলোচনা সভা। বিকেলে অনুষ্ঠিত হয় কোরআন খানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট, কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব ও জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু।

কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর সঞ্চালনায় আলোচনা পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ আহ্বায়ক আলহাজ্ব ছব্বির আহমদ এম, এ, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা, আওয়ামী লীগ নেতা মুকতার আহমদ, নুরু কোম্পানি প্রকাশ ছাড়া নুরু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ লুতু, জেলা বাস্তুহারা লীগ সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদের এমইউপি আব্দুর রাজ্জাক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিষ বড়ুয়া, যুবলীগের সাবেক নেতা অনুপম পাল অনুপ, সদর যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, নাসির উদ্দিন জয়, মিজানুর রহমান, জালালাবাদ যুবলীগ সভাপতি মোঃ হাসান তারেক, সাধারণ সম্পাদক সাহেদ কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, যুবলীগ নেতা ইত্তেহাদ, শামসুল আলাম, মোরশেদ, ওমর ফারুক রবি, এডভোকেট জুলকারনাইন জিল্লু, জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দিন খোকা, সাবেক ছাত্রলীগ নেতা নুরশাদ মাহমুদ, রাশেদ উদ্দিন রাসেল, ছাত্রলীগ নেতা আবু হেনা বিষাদ, ইরফানুল করিম, আব্দুর রহমান নাহিদ প্রমুখ। কর্মসূচিতে ইউনিয়ন সমূহের যুব লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ