25 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

Israeli forces

বিশ্ব ডেস্ক: ইসরাইলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে  এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সেখানে হামলায় আরো তিনজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলি বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

নিহতের পরিচয় উল্লেখ না করে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নাবলুসে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে এক নাগরিক নিহত হয়েছে।’ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহত ২জনের অবস্থা আশংকাজনক।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেনাবাহিনী ইসরাইলি নাগরিকদের একটি দলকে কঠোর নিরাপত্তা দিয়ে নাবলুসের কাছের একটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার সময় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ও পাথর ছুঁড়ে মারে।

সেনা প্রহরায় ইসরাইলিরা জোসেফের সমাধির দিকে যাচ্ছিল। এটি বাইবেলের পিতৃপুরুষ জোসেফের শেষ বিশ্রামস্থল বলে মনে করা হয়। আবার এটি একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনিদের একের পর এক হামলা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ হত্যাকান্ড ঘটনা ঘটলো। সূত্র: আল জাজিরা ও এএফপি।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ