21 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফাল্গুনী হিজড়াকে বয়কট, মানববন্ধন

চট্টগ্রামে ফাল্গুনী হিজড়াকে বয়কট, মানববন্ধন

চট্টগ্রামে ফাল্গুনী হিজড়াকে বয়কট, মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম: নিজ হিজড়া কর্মীদের মারধর, নির্যাতন, সরকার থেকে হিজড়াদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ এবং চাঁদা না দিলে মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে নব জাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় ডিটি রোড ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়ে ফাল্গুনীর বাসায় সামনে এক প্রতিবাদী মানববন্ধনে এসব অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক র্ঝণা হিজড়াসহ অন্যরা হিজড়ারা।

বক্তারা বলেন, ফাল্গুনী হিজড়া সমিতির কোন নিয়মনীতি তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। প্রতিবাদ করলেই হতে হচ্ছে মারধরের শিকার। দেয়া হচ্ছে মিথ্যা মামলার হুমকি। তার সন্ত্রাসীবাহিনী দিয়ে ঘর থেকে তুলে এনে চালানো হয় পাশবিক নির্যাতন। তাই জুলুমবাজ ও অত্যাচারী ফাল্গুনীর হাত থেকে বাঁচতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানানো হয় মানবববন্ধনে।

এতে বক্তব্য রাখেন সাথী হিজড়া, সিমলা হিজড়া ও দুলালি হিজড়াসহ অন্যারা।

বিএনএনিউজ/বাচ্চু বড়ুয়া,বিএম

Loading


শিরোনাম বিএনএ