19 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

আনোয়ারায় বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলায় পশ্চিম বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে।

একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরুমছড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিংরোল রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শূন্য গোলে পরাজিত করেছে।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, ইউআরসি মো. মাহবুবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মো. আনোয়ারুল কাদের, রঞ্জন ভট্টাচার্য, বিটন চন্দ্র দেব। খেলা শেষে বিজয়ী দলকে ট্রপি তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ