26 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ঈদযাত্রায় ভোগান্তি : ওবায়দুল কাদেরের দু:খ প্রকাশ

ঈদযাত্রায় ভোগান্তি : ওবায়দুল কাদেরের দু:খ প্রকাশ

জেলার ভেতর বাস চলবে অর্ধেক যাত্রী নিয়ে- ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা : ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়া মানুষের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর বাসভবন থেকে ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল করছে। তাই যানবাহনের চাপ বেশি। যারা ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন, তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

মহাসড়কে ভোগান্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি এবং ধীরগতির কোরবানির পশুবাহী গাড়ির কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে। কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে।

পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে শর্ত মেনে যানবাহন চালানোর অনুরোধ জানান মন্ত্রী। এ সময় রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত না মানা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর প্রতি নির্দেশ দেন তিনি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ