14 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ২৯৯ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

২৯৯ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

২৯৯ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

বিএনএ, স্পোর্ট ডেস্ক : সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে  প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী  বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৪৯দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৮রান সংগ্রহ করে।

২৯৯ রানে জয়ের লক্ষ্যে হারারেতে এখন ব্যাট করছে বাংলাদেশ।শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১২ওভারে ৭০ রান সংগ্রহ করেছে কোন উইকেট না হারিয়ে।

এরআগে বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন এবং মুস্তাফিজ পেয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া মাহমুদউল্লাহ নিয়েছেন ২টি উইকেট।ব্যক্তিগত ৮৪ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন চাকাভার।

২-০সিরিজে এগিয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে লিটন দাসের সেঞ্চুরি এবং দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রানের ইনিংসে ২-০সিরিজে এগিয়ে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে প্রত্যাশী ফলাফলের পর এবার তৃতীয় ম্যাচেও জয়ের চেষ্টা কোচ রাসেল ডোমিঙ্গোর। এ ম্যাচে জয় তুলে নিয়েই স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে চাইছেন তিনি।

উল্লেখ্য, দুদলের ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুদল মুখোমুখি হয়েছে মোট ৭৮ বার। যেখানে ৫০টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে জিম্বাবুয়ে জিতেছে মাত্র ২৮টি ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটরক্ষক), মারুমানি, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, মাধিভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ডোনাল্ড তিরিপানো, লুকে জংউই, ব্লিজিং মুজারাবানি, টেন্ডাই সাতারা।

বিএনএ বাংলানিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ