25 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে টিকাদান কার্যক্রম ৪ দিন বন্ধ থাকবে

চট্টগ্রামে টিকাদান কার্যক্রম ৪ দিন বন্ধ থাকবে

চট্টগ্রামে টিকাদান কার্যক্রম ৪ দিন বন্ধ থাকবে

বিএনএ চট্টগ্রাম:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিতে সারাদেশের মতো চট্টগ্রামেও করোনার টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে।মঙ্গলবার (২০ জুলাই) থেকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত ৪ দিন বন্ধ থাকবে টিকাদান।ঈদের ছুটি ২০ থেকে ২২ জুলাই। এ ছাড়া ২৩ জুলাই সাপ্তাহিক ছুটি। শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি টিকাদান কার্যক্রম চলবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা বলা হয়েছে।

করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল কেন্দ্রে। ঈদের ছুটিতে বিভিন্ন উপজেলায়ও টিকাদান বন্ধ থাকবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ