18 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » শাহজালালে ১৪ কেজি স্বর্ণসহ ৩ যাত্রী আটক

শাহজালালে ১৪ কেজি স্বর্ণসহ ৩ যাত্রী আটক

শাহজালালে ১৪ কেজি স্বর্ণসহ ৩ যাত্রী আটক

বিএনএ ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।আটকরা হলেন, মো. রিয়াজুল বাসার (৪৬), মোহাম্মদ আমিন (৩৫) ও মোকারাম খান (৩৩)।মঙ্গলবার (২০ জুলাই) এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট টি কে-৭১২) সকাল সাড়ে পাঁচটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে।ওই তথ্যের ভিত্তিতে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। তিনজন যাত্রী এই স্বর্ণ শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে নিয়ে আসে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ