বিএনএ, ছাগলনাইয়া (ফেনী): ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ, ছাগলনাইয়া উপজেলাকে উন্নত সমৃদ্ধ মাদকমুক্ত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় এ সহযোগিতা চান।
সভায় মিজানুর রহমান মজুমদার বলেন, উপজেলার সকল শ্রেণির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে কাজ করতে চাই। যেখানে থাকবেনা কোন অরাজকতা।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের প্রশাসনে কোনরকম অনিয়ম, বিশৃঙ্খলা ও সরকারি কাজে গাফিলতি সহ্য করা হবে না। সাধারণ মানুষকে কোনরকম হয়রানি ছাড়া সেবা নিশ্চিত করতে হবে। যেকোন দুর্যোগ, সংকট ও বিপদে উপজেলাবাসীর নিকটে সরকারের সহযোগিতা/ সেবা দ্রুত পৌঁছাতে হবে। জনকল্যাণই আমাদের মূখ্য উদ্দেশ্য।
সভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রধান অতিথি ছিলেন।
বিএনএনিউজ/ বিএম/ এসজিএন/ হাসনা