29 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ডলার

বিএনএ, ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, মে মাসের শেষের দিকে মোট রিজার্ভ ছিল ২ হাজার ৪২১ কোটি ডলার। জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ডলার। যা এখন পর্যন্ত বেড়ে ২ হাজার ৪৫২ কোটি ডলারে।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৪৮ কোটি ৭৩ লাখ ডলার। চলতি মাসের শুরুতে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১ হাজার ৮৭২ কোটি ডলার। ১২ জুন সেটি বেড়ে ১ হাজার ৯২০ কোটি ৯৭ লাখ ডলার হয়েছে।

গত মাসের শুরুতে মোট রিজার্ভ ছিল ২ হাজার ৫৩৭ কোটি ডলার। দ্বিতীয় সপ্তাহে আকু বিল বাবদ রিজার্ভ থেকে ১৬৩ কোটি ডলার পরিশোধ করা হয়। এতে ১৫ মে মোট রিজার্ভ কমে ২ হাজার ৩৯০ কোটি ডলারে দাঁড়ায়। তখন বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ কমে হয়েছিল ১ হাজার ৮৪২ কোটি ডলার। তারপরের চার সপ্তাহ মোট রিজার্ভ বেড়েছে। এর প্রভাবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ বৃদ্ধি পায় ৫৩ কোটি ৮১ লাখ ডলার।

ডলার-সংকটের মধ্যে আর্থিক হিসাব ও চলতি হিসাবে ঘাটতি হওয়ায় ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। ছয় মাস পর সংস্থাটি গত বছরের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। এর তিন দিনের মাথায় ২ ফেব্রুয়ারি ঋণের প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ ডলার এবং গত ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১১৫ কোটি ডলার ছাড় হওয়ার কথা আগামী সপ্তাহে। এই অর্থ এলে রিজার্ভ আরো বাড়বে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র ইয়েমেনের তেলবন্দরে আমেরিকার বিমান হামলায় নিহত ৩৮ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ব্যনার টাঙায় সিইউজে'র উদ্বেগ-নিন্দা সরকারের সংস্কার কাজে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র কুড়িল-বসুন্ধরা সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি