বিএনএ ডেস্ক : সৌদি আরবে আরও একজন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন । সোমবার রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
বুলেটিনে জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন।
বুলেটিন থেকে জানা গেছে, গত রোববার মো. আব্দুল আজিজ (৫৩) নামে একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ২০ জন এবং মহিলা ৩ জন। মৃত আব্দুল আজিজের বাড়ি টাংগাইলের ধনবাড়ী উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ০৪৪৮৪৫৮০।
উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
বিএনএ/ ওজি/ এইচ এইচ