16 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আরও একজনের মরদেহ উদ্ধার, তারেকের খোঁজ মিলেনি

মিরসরাইয়ে আরও একজনের মরদেহ উদ্ধার, তারেকের খোঁজ মিলেনি


মিরসরাই:: চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণা এলাকা থেকে মাসুদ আহমেদ তানভীর নামের আরো এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে মিরসরাই পুলিশ। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও এখনো তৌফিক আহমেদ তারেকের খোঁজ মিলেনি।‌

সোমবার (২০ জুন) বিকাল ৪টায় উপজেলার মসজিদিয়া মাসিমার তালুক খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তানভীর নগরের হালিশহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ তানভীর ও তারেক আপন দুই ভাই। তারা চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকের বাসিন্দা। তবে তাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, নিহত ইশতিয়াকের মরদেহ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ দুই সহোদর তানভীর ও তারেকের মধ্যে তানভীরের মরদেহ একটি ছড়া থেকে সোমবার বিকাল ৪ টায় উদ্ধার করা হয়েছে। তবে তানভীরের ছোট ভাই কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ছাত্র তারেকের সন্ধান এখনো পাওয়া যায়নি। বাকিজনকে উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে গতকাল রোববার (১৯ জুন) সন্ধ্যায় মো. ইশতিয়াক উর রেহমান খান (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। এখনও তৌফিক আহমেদ তারেক নামের আরো এক পর্যটক নিখোঁজ রয়েছে। তারা রোববার বেলা ১১টায় নাপিত্তাছড়া ঝর্ণায় ৩ বন্ধু মিলে ঘুরতে যায়।

বিএনএ, আশরাফ উদ্দিন

Loading


শিরোনাম বিএনএ