31.3 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » সর্বজনীন পেনশন সুবিধা পেতে ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে

সর্বজনীন পেনশন সুবিধা পেতে ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের সর্বজনীন পেনশন সুবিধা প্রসঙ্গে বলেছেন, জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ বছরের বেশি ও ৫০ বছরের কম বয়সী সব বাংলাদেশি নাগরিক এ পেনশন ব্যবস্থাপনায় অংশ নিতে পারবেন।

সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব  এ তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাবিত এ আইনের খসড়া অনুযায়ী বিশেষ বিবেচনায় বয়স্ক লোকদের জন্য ৫০ বছরের অধিক কেউ থাকলে বিবেচনায় নেয়া হবে। পেনশন পেতে কমপক্ষে ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে।

একজন চেয়ারম্যানের নেতৃত্বে চারজন সদস্য নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়াও ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ