বিএনএ, চট্টগ্রাম : সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ পালিত হচ্ছে। রোববার ( ২০ জুন) আনোয়ারা উপজেলার বটতলী মাজার প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক এই ওরশ।
মাজার পরিচালনা কমিটির যুগ্ম মতোয়াল্লী মাস্টার এসএম জহিরুল ইসলাম জানান, স্বাস্থ্য বিধি মেনে দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে গত বছরের মতো এ বছরও বড় ধরনের কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ওরশ পালিত হবে। মাজারের সংরক্ষিত এলাকায় কোন ধরনের পশু জবাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ছাড়া আর কোন কর্মসূচি রাখা হয়নি।
প্রতি বঙ্গাব্দের ৬ আষাঢ় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর বার্ষিক ওরশ পালিত হয়। লাখো ভক্তের উপস্থিতিতে মাজার এলাকা মুখরিত হতো। মিলাদ, যিকির, আখেরি মুনাজাত ও তবারুক বিতরণের মধ্যদিয়ে ভক্তরা আল্লাহর কাছে প্রার্থনা করতেন।
বিএনএনিউজ২৪/আমিন