বিএনএ, ঢাকা: বিশ্ব বাবা দিবস আজ(রোববার)।প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। সে হিসেবে এ বছর বিশ্ব বাবা দিবস আজ ২০ জুন। পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষ ভাবে উৎসর্গ করা হয়ে থাকে।
পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন হয় না, তবুও মা দিবসের অনুকরণে দিনটি পালিত হয় বাবা দিবস।বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা।সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটির পালন আরও আড়ম্বরভাবে হয়ে থাকে। আজ বিশ্বের সব বাবার প্রতি ভালোবাসা জানাবেন সন্তানরা। ভালোবাসার প্রকাশ হিসেবে উপহারও দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম,টুইটারের ওয়ালগুলো ভরে যাচ্ছে প্রিয় বাবার ছবিতে। যাদের বাবা বেঁচে আছেন তারা আনন্দ-উচ্ছ্বাসে ছবি আপলোড করবেন। আর যাদের বাবা নেই, তারা বাবার ছবি পোস্ট করে, বাবাকে নিয়ে লিখে স্মৃতিচারণ করছে।
আরও পড়ুন : যেভাবে এলো বাবা দিবস :
বিএনএনিউজ২৪,এসজিএন