14 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » লংগদুতে তিন জুয়াড়ি আটক

লংগদুতে তিন জুয়াড়ি আটক


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলায় জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যাক্তিরা হলো মো. সাইদুল ইসলাম(৩৮), মো. আকবর হোসেন(৩৫) ও জাহের আলী মকবুল (৬০)। এদের সবার বাড়ি রাজনগর এলাকায়।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে লংগদু থানায় জুয়া আইনে মামলা দায়ের করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ