17 C
আবহাওয়া
৮:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়কে প্রাণ হারাল পুলিশের এএসআই

চট্টগ্রামে সড়কে প্রাণ হারাল পুলিশের এএসআই

বেণুরাম নাথ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ইপিজেড থানাধীন টিএসপি কমপ্লেক্সের সামনে কাভার্ড ভ্যান চাপায়  বেণুরাম নাথ (৪০) নামে  পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।

নিহত এএসআই বেণুরাম নাথ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সের অধীনে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকালে খবর পাওয়া যায় টিএসপি কমপ্লেক্সের সামনে সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত হই যে, তিনি একজন পুলিশ সদস্য। তার মাথায় গুরুতর জখমের চিহৃ আছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ