বিএনএ, ঢাকা: রাজধানী জিগাতলায় একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে রফিকুল ইসলাম রফিক (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। শনিবার (২০এপ্রিল) দুপুর দেটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মোহাম্মদ শাহিন মিয়া জানান, দুপুরে রফিক জিগাতলার একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী