20.7 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আজ স্বামীর প্রশংসা করার দিন

আজ স্বামীর প্রশংসা করার দিন


বিএনএ ডেস্ক : প্রতি বছর স্বামীকে প্রশংসা করার একটি দিন আছে যা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ হিসেবে পালন করা হয় অনেক দেশে। এপ্রিলের তৃতীয় শনিবার দিনটি পালন করা হয়। আজই সে দিন। স্বামীর কোনো কাজের প্রশংসা করতে চাইলে আজকের দিনটি বেছে নিতে পারেন। কারো প্রশংসা করা কিন্তু খারাপ নয়, বরং খুবই ইতিবাচক একটি গুণ।

স্বামীর সময় এবং কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই এই দিবসের প্রচলন হয়েছে। তবে কবে, কোথায়, কে পালন শুরু করেছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। পরিবার গঠিত হয় স্বামী-স্ত্রী মিলে। সেই পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার পেছনে তাদের অনেক ত্যাগ ও অবদান থাকে। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তি হন স্বামী। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। এখন স্ত্রীরা চাকরি করছেন। একটি পরিবারে তারাও অর্থনৈতিকভাবে সমান অবদান রাখছেন। এই পরিবর্তনের পেছনেও কিন্তু স্বামীদের অবদান আছে এবং এ কারণেও স্বামীরা প্রশংসার দাবিদার।

স্বামীর প্রশংসা করতে পারেন যেভাবে
স্বামীর প্রশংসা করতে পছন্দের কোনো উপহার দিতে পারেন। তাকে প্রশংসা করে কিছু লিখে উপহার দিন। তা হাতে পারে একটি নোটবুক, কিংবা শুধুই এক টুকরো রঙিন কাগজ। পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন। স্বামীর সঙ্গে কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে থাকলে তা ঘোচাতে খোলাখুলি কথা বলতে পারেন। প্রিয় স্মৃতিগুলো নিয়ে গল্প করতে পারেন। সংসারে তার উপস্থিতি কতটা প্রয়োজনীয় তা বলতে পারেন এ দিনটিতে। দেখবেন এটুকুতেই আপনার সঙ্গী অনেক খুশি হয়ে যাবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ