27 C
আবহাওয়া
৯:৪৯ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আজ থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

আজ থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা


বিএনএ, রাঙ্গামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ থেকে শুরু হলো মাছ ধরার উপর তিন মাসের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য বুধবার (২০ এপ্রিল) থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস সব ধরনের মাছ ধরা এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাঙামাটি জেলা প্রশাসন।

এমন সংবাদে অনেক জেলেদের মুখে কষ্টের চাপ। দুশ্চিন্তায় পড়েছেন মাছ ধরার উপর নির্ভরশীল অনেক জেলে পরিবার। বিভিন্ন ঘাটে ট্রলার (বোট) নিয়ে এসেছেন জেলেরা। মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় মাছ ধরা এবং বাজারজাতকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে অবৈধ ভাবে মাছ ধরা এবং বাজারজাতকরণ বন্ধ করতে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়ন করা হবে।

তিনি আরও বলেন, যারা হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদে প্রত্যেক বছর মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য পহেলা মে হতে ৩১ জুলাই পর্যন্ত মৎস্য শিকার বন্ধ থাকে। তবে এ বছর লেকের পানি কম থাকার কারণে ১০ দিন পূর্বে আগামী ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১০ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন / এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ