28 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিকরা জাতির বিবেক, লেখনিতে লক্ষ্য রাখতে হবে দেশ ও দশের ক্ষতি যেন না হয়

সাংবাদিকরা জাতির বিবেক, লেখনিতে লক্ষ্য রাখতে হবে দেশ ও দশের ক্ষতি যেন না হয়

সাতকানিয়া প্রেসক্লাব ও আইডিএফের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা

সাতকানিয়া [চট্টগ্রাম] প্রতিনিধি: সাতকানিয়া প্রেসক্লাব ও আইডিএফের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সজীব কান্তি রুদ্র, থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ রায়, সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দীন, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, আইডিএফের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম, কো-অর্ডিনেটর মহিউদ্দিন আহমেদ চৌধুরী।

বক্তারা বলেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা সাংবাদিকতা। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমেই সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা উঠে আসে। বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাততুষ্ট সংবাদ যেন পরিবেশিত না হয় বিষয়টি আপনারা পেশাদার সাংবাদিকদের লক্ষ্য রাখতে হবে। এ ধরনের সংবাদ পরিবেশিত হলে দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দিদার হোসেন, নাসির উদ্দিন বাবলু জুনায়েদ মো. হাবিব উল্লাহ, ইকবাল মুন্নাসহ চন্দনাইশ-সাতকানিয়ার সাংবাদিক, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াহিয়া।

বিএনএনিউজ২৪, এসএমএনকে,জিএন

Loading


শিরোনাম বিএনএ