19 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সন্দ্বীপে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু

সন্দ্বীপে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু

বোট

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে নৌ-রুটের গুপ্তছড়া ঘাটে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কতোজন নিখোঁজ আছেন সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ঠ করে কিছু জানানো হয়নি।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় এবং সমুদ্র উত্তাল হয়ে ‍উঠলে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ একরাম উল্লাহ স্পিডবোট ডুবির সত্যতা নিশ্চিত করেছেন।

একরাম উল্লাহ জানান, আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবে গেছে। এতে কতোজন যাত্রী নিখোঁজ রয়েছে কিংবা কতোজন তীরে উঠতে সক্ষম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে একটি স্পিডবোট আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। বোটটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এই সময় সমুদ্র উত্তাল হয়ে উঠলে স্পিডবোটটি ডুবে যায়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ