18 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন ওষুধ ঘোষণা করা উচিত-প্রধানমন্ত্রী

কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন ওষুধ ঘোষণা করা উচিত-প্রধানমন্ত্রী

কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন ওষুধ ঘোষণা করা উচিত-প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: সবার জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা নিশ্চিতে অন্য দেশগুলোকেও সেটি উৎপাদনে সহায়তা দিতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ এপ্রিল) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএএফ) উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রচারিত পূর্ব রেকর্ড করা ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস মোকাবিলায় পারস্পরিক শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সর্বজনীন ভ্যাকসিন কাভারেজ অর্জনের লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা।

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ