14 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » অস্ত্রসহ র‌্যাবের জালে সন্ত্রাসী

অস্ত্রসহ র‌্যাবের জালে সন্ত্রাসী

অস্ত্রসহ র‌্যাবের জালে সন্ত্রাসী

বিএনএ, চট্টগ্রাম : ফেনীতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ মো. সাফায়েত উল্লাহ (২৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ( ১৯ এপ্রিল) রাতে ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাফায়েত ফেনী থানার নৈরাজপুর এলাকার মো. ইউসুফের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, রাতে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্র-শস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

সে দীর্ঘদিন যাবত ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অস্ত্র কেনা-বেচা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ