20 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

কবরী

বিনোদন ডেস্ক: প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শাকের গণমাধ্যমকে বলেন, প্রথমে শরীরে জ্বর আসে। এরপর খাবারের স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছিলাম না। অক্সিজেন স্যাচুরেশন ৯৫–এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। করোনার টেস্ট করবো।

কবরী অসুস্থ হওয়ার পর থেকে তার সঙ্গে সব ছিলেন শাকের চিশতী। অভিনেত্রীর পাঁচ ছেলের মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিন জন। আরও একজনের অটিজমের সমস্যা।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ফুসফুসের অবস্থা ভালো ছিল না কবরীর। এরপর কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী। কিন্তু আর ফেরা হলো না তার। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০মিনিটে মারা যান সবার প্রিয় ‘মিষ্টি মেয়ে’।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ