25 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানের জরিমানা মওকুফ

১০ ব্যাংকের ট্রেজারি প্রধানের জরিমানা মওকুফ

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : নির্ধারিত দামের চেয়ে বেশি দরে ডলার কেনাবেচার অভিযোগে শাস্তি পাওয়া ১০ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের জরিমানা মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার শর্তে তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতাও জারি করা হয়েছে।

একই সঙ্গে ট্রেজারি প্রধানদের যে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল, তা মওকুফ করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাস্তি মওকুফ পাওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বেশির ভাগ ট্রেজারি প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা আমদানিকারকদের কাছে বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করেছেন। তবে এমনটা দুই একজন করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সিদ্ধান্তেই তারা এমনটা করেন।”

শাস্তি ও মওকুফের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিষয়টি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি।

এর আগেও ছয় বাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে একই অপরাধের দায়ে অপসারণ করার পর মাফ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

গত ৩ সেপ্টেম্বর বেশি দামে ডলার কেনাবেচার অভিযোগ জানায় বাংলাদেশ ব্যাংক।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ