17 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে দুই গরুর মৃত্যু, দগ্ধ ১৭

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে দুই গরুর মৃত্যু, দগ্ধ ১৭

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে দুই গরুর মৃত্যু, দগ্ধ ১৭

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে আগুনে ৬টি গোয়ালঘর পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ২টি গরু এবং দগ্ধ হয়েছে ১৭টি গরু। এ সময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হাজী আবু তাহের জানান, রাতে ৬টি কাঁচা ও টিনের গোয়ালঘরে আগুন লাগে। এ সময় গোয়াল ঘরে থাকা মো. কামালের ৩টি, জাহিদুল হকের ৩টি, ওবাইদুল হকের ৫টি, আবদুর ছবুরের ৩টি, আবদুল মোনাফের ৩টি, রাশেদের স্ত্রী তাহেরা আক্তারের ২টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে জায়েদুল হকের ৫ মাসের গর্ভবতী ১টি গাভী ও আবদুর ছবুরের ১টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, ‘আমরা দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দিচ্ছি। দগ্ধ একটি গর্ভবতী গাভীর বাচ্চা বেরিয়ে এসেছিল। সেটিকে আমরা অপারেশনের মাধ্যমে পুনরায় রিসেট করেছি। আগুনে প্রায় গরুর শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আশঙ্কামুক্ত বলা যাবে না।’

দগ্ধ গরুগুলোর চিকিৎসায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম বলেন, গোয়ালঘরে বৈদ্যুতিক সংযোগ ছিলো না। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ