ঢাকা: রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মঞ্জুরুল ইসলাম (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন।বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্হা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে দিকে মৃত ঘোষণা করেন।নিহতকে নিয়ে আসা রুবেল জানান, আমরা নারায়ণগঞ্জের রান্ডি বাজার এলাকা থেকে কাপড় কিনে ছোট পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য গাজীপুর যাওয়ার পথে খিলক্ষেত ৩০০ ফিট যাওয়া মাত্রই পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
পরে ওই ট্রাকে থাকা মনজুরুল ইসলাম গুরুতর আহত হন।তিনি জানান, তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মঞ্জরুলকে মৃত ঘোষণা করেন। আহত ইসলাম চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আহা,এসজিএন