26 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবী থানায় প্রতারণার মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

অন্য আসামিরা হলেন জয়যাত্রা টিভির মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান, সমন্বয়ক সানাউল্লাহ নূরী ও নিজস্ব প্রতিবেদক মাহফুজ শাহরিয়ার।

এদিন জামিনে থাকা হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা আদালতে উপস্থিত ছিলেন না। তবে অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আসামি হেলেনা ও হাজেরাকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে গত ১৪ মার্চ আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

২০২১ সালের ২ আগস্ট জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন বাদী হয়ে প্রতারণার মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২১ নভেম্বর হেলেনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম। ২০২২ সালের ১৮ এপ্রিল এ মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ