বিএনএ, ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। রোববার(২০ মার্চ) সকাল ১০ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
সাবেক রাষ্ট্রপতির নামাজে জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার নেত্রকোনায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শেষ শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় গার্ড অব অনার।
শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দীন আহমদ।৯২ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অবস্থা গুরুতর হলে মাসখানেক আগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনএ/ ওজি