16 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » জ্বালানি ছাড়াই চলবে ট্রেন!

জ্বালানি ছাড়াই চলবে ট্রেন!

ট্রেন

বিএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আজকের যুগে, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, যে জিনিসগুলিকে গতকাল পর্যন্ত অসম্ভব মনে হত আজ তা মানুষের কাছে সহজলভ্য। আগে পরিবহণ ব্যবস্থার মূল কথা ছিল তেল বা জ্বালানি। কিন্তু এখন তেল ছাড়াও, যানবাহনগুলি জল এবং সৌর শক্তিতে চলছে। সেই সময় এখন বেশি দূরে নয়, যখন যানবাহনগুলি চার্জ করার পরেও চলতে থাকবে। কোনো জ্বালানি ছাড়াই নিজেদের চার্জ করে ছুটবে মাইলের পর মাইল।

স্বপ্ন এবার সত্যি! তেল, কয়লার মতো জ্বালানী লাগবে না। বিদ্যুৎ লাগলেও তা চিরাচরিত শক্তি থেকে নেওয়া নয়। তার বদলে ট্রেন ছুটলেই ব্যাটারিতে চার্জ হয়ে যাবে। আর সেই ব্যাটারিই ছুটিয়ে নিয়ে যাবে ট্রেন। ২০৩০ সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে। নাম দেওয়া হয়েছে ‘ইনিফিনিটি ট্রেন’।

‘ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং’ নামে ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, বিশ্বে প্রথম এমন ট্রেন বানানোর উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু। ইনফিনিটি ট্রেন তৈরির জন্য তারা ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে।

বলা হচ্ছে এই ট্রেন চালু হলে যেমন জ্বালানি বাবদ খরচ কমে যাবে, তেমনই পরিবেশ দূষণও কমবে। একই সঙ্গে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সময় নষ্ট হবে না। পাশাপাশি বারবার জ্বালানি ভরার ঝক্কিও থাকবে না। কারণ, এই ট্রেন চলার সময়ে নিজের থেকেই ব্যাটারি চার্জ করে নেবে।

প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, ইনিফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন। সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎচালিত ট্রেন। একই সঙ্গে এটিই হবে বিশ্বের প্রথম ট্রেন, যেটি থেকে একটুও দূষণ হবে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ