24 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাভারের পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সাভারের পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


বিএনএ,  সাভার: সাভার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর একটি পুরাতন জোনের প্যাকজার কারখানায় অগ্নিকাণ্ডের তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে পুরাতন ডিইপিজেডের ওই কারখানার স্টিল শেডে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে স্টিল শেডের ওই একতলা কারখানায় আগুন লাগার খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৭ টি ও সাভার ফায়ার সার্ভিসের ২ টিসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিন ঘন্টা পর ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস। কারখানার একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাজিব বলেন, প্যাকজারের লেবেল কোম্পানিতে আগুনের ঘটনা ঘটে। একতলা একটি কাগজের গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন শুধু কাগজের স্টোরেই সীমাবদ্ধ ছিল। কারখানার প্রত্যেকটা ইউনিটে স্টীলের বাউন্ডারি দেওয়া ছিল। কারখানা ছুটি অবস্থায় আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ