20.7 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিএসএএ নির্বাচন: শাহেদ সরওয়ারের প্যানেল ঘোষণা

বিএসএএ নির্বাচন: শাহেদ সরওয়ারের প্যানেল ঘোষণা

বিএসএএ নির্বাচন: শাহেদ সরওয়ারের প্যানেল ঘোষণা

বিএনএ,চট্টগ্রাম: অবশেষে নানা জল্পনা-কল্পনার পর বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ার। তার নেতৃত্বাধীন প্যানেলের নামও দিয়েছেন ‘শাহেদ সরওয়ার প্যানেল।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে হোটেল বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সে সভা করে শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন প্যানেল ঘোষণা করা হয়। ওই সময় সকল সদস্য উপস্থিত ছিলেন।

শাহেদ সরওয়ার প্যানেলে যারা রয়েছেন:

এসোসিয়েট ক্যাটেগরি- ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী ( নাফ মেরিন সার্ভিস ), মোস্তাফিজুর রহমান ( মদিনা লজিস্টিক্স এন্ড শিপিং ), মো. জহিরউদ্দিন জুয়েল ( সি গ্লোরি শিপিং ), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল ( ডেল্টা লয়েড লি.), মোহাম্মদ মোরশেদ হারুন ( এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি ),কাজি মনসুর উদ্দিন ( কেএসএম শিপিং এজেন্সিজ ), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের ( রিলায়েন্স শিপিং ) এবং মোহাম্মদ সাইফুল কাদের ( কলাম্বিয়া এন্টারপ্রাইজ লি.।
শাহেদ সরওয়ারের প্যানেল

অর্ডিনারি ক্যাটেগরি- মোহাম্মদ শাহেদ সরওয়ার ( ক্রাউন নেভিগেশন), আজিম রহিম চৌধুরী জিয়া ( কেএমসি শিপিং লাইন), আনিস উদ দৌলা ( কর্ণফুলী লিমিটেড ), এ এস এম সালাহউদ্দিন ( কসকো শিপিং ), কামরু উজ জামান লিটন ( সুলতান শিপিং ), মোহাম্মদ আবদুল্লাহ জহির ( পিআইএল বাংলাদেশ ), মোহাম্মদ সালাহউদ্দিন ( মমতাজ শিপিং ), এনামুল হক ( মাল্টিপোর্ট লিমিটেড), দেবপ্রসাদ ভট্টাচার্য ( বাংলাদেশ শিপিং লাইন্স ), মো. আজমির হোসেন চৌধুরী ( এমএসসি মেডিটেরিয়ান শিপিং), এ কে এম আতিকুর রহমান ( এপেক্স শিপিং ), এম আলী আশরাফ আহমদ খান ( বারিধি শিপিং ), কপিল উদ্দিন আহমেদ ( জেএস শিপিং ), সরতাজ মো. ইমরান ( সিমনি শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী ( গ্লোব শিপিং ) এবং মোহাম্মদ শাহীন ( এভারবেস্ট শিপিং )।

এরআগে গত ১০ মার্চ সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বধীন সম্মিলিত পরিষদের প্যানেলে ঘোষণা করা হয়। ওইদিন নগরীর আগ্রাবাদে হোটেল বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সে সম্মিলিত পরিষদের প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসএএ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী, ভাইস-চেয়ারম্যান সফিকুল আলম জুয়েলসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দলনেতা সৈয়দ মোহাম্মদ আরিফ। সভায় উল্লেখ করা হয় যে সম্মিলিত পরিষদের পক্ষে সদস্যদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে প্রচারণা আরও জোরদার করতে হবে এবং ডোর টু ডোর সবাইকে পৌঁছতে হবে। এ ছাড়া বেশকিছু নির্বাচনী কৌশলও নেয়া হয়েছে।

সম্মিলিত পরিষদ প্যানেল:

আরিফ গ্রুপ

এসোসিয়েট ক্যাটেগরি- ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম-সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার (গ্লাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), রিয়াজ উদ্দিন খান (কসকো শিপিং লাইন্স লি.), নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.), নাজমুল হক (এঅ্যান্ডজে ট্রেডার্স)।

অর্ডিনারি ক্যাটেগরি- সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী শিমুল (এমজিএইচ গ্রুপ), ওসমান গনি চৌধুরী (ইউএস লাইনস ওভারসিস লি.), মো. আজফর আলী (সারাফ গ্রুপ অব কোম্পানি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এসএম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়্যাত (জিবিএক্স লজিস্টিকস লি.), এটিএম শহিদুল্লাহ শহিদ (এসকেপ বাংলাদেশ লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভরেট বাংলাদেশ প্রা. লি.), শহিদুল মোস্তফা চৌধুরী (স্পেক্টরাম ইন্টারন্যাশনাল), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.), এসএম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।

বিএসএএ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তারেক কামাল বলেন, আগামী ৪ এপ্রিল বিএসএএ নির্বাচন অনুষ্ঠিত হবে।  এই নির্বাচনে অর্ডিনারি এবং এসোসিয়েট এই দু’টি ক্যাটেগরির ভোট হবে।  নির্বাচনে ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন ২৬৭ জন ভোটারের ভোটে। অর্ডিনারি ক্যাটাগরিতে ১৬ পরিচালক পদে ভোট দেবেন ১৪৫ জন ভোটার। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৮ পদে ভোট দেবেন ১২২ জন ভোটার।

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর ২০১৯ সালের ১৬ এপ্রিল সরাসরি ভোটে আহসান উল হক চৌধুরীর নেতৃত্বে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ জন এবং সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল থেকে এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক নির্বাচিত হন। আগামী ২৮ এপ্রিল দুই বছর মেয়াদের কমিটির মেয়াদ শেষ হবে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ( শিমুল ) গতবার আহসান উল হক চৌধুরীর প্যানেল থেকে নির্বাচন করলেও এখন তিনি সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করছেন।

বিএনএনিউজ/মনির,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ